সরাইলে জেলা প্রশাসকের মতবিনিময়
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সাথে মতবিনিময় সভা করেছেন সরাইল উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন।
গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় ইউএনও এ.এস.এম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।
ইউএনও প্রথমেই সরাইল উপজেলার সীমানা,অবস্থান, ইতিহাস,ঐতিহ্য, সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড, ঐতিহাসিক স্থান ও প্রাণি, শিক্ষা, অর্থনৈতিক অবস্থা একনজরে তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, আব্দুল জব্বার, মো. মাহফুজ আলী, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মো. শফিকুর রহমান, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও জাপা নেতা হুমায়ুন কবির, দুদক সভাপতি শফিকুল ইসলাম কানু, ত্রিতাল সঙ্গীত একাডেমির অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, ন্যাপ নেতা আবদুল জব্বার ও সুকের পরিচালক মোমিন হোসেন।
প্রধান অতিথি বলেন, শুধু পরিচিত হতে এসে সরাইলের সমস্যা সম্ভাবনা ও সমাধানের উপায় জানলাম। দেশে বর্তমানে ‘ওপেন গভর্নিং সিসটেম’ চলছে। আমি আপানাদের সেবা করতে এসেছি। প্রয়োজন শুধু সকলের সহযোগীতা। সরাইলে বিরল সম্মান আমাকে অভিভূত করেছে। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে সকলের সহযোগীতার কোন বিকল্প নেই।