Main Menu

সরাইলে ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা ছাত্রলীগের বিবদমান দু’টি গ্রুপ একই স্থানে পরিচিতি সভা ও পাল্টা মিছিল আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের পুরো এলাকায় এ ধারা বহাল থাকবে।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের মো. জসিম খান আহ্বায়ক ও মো. আফসার উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে শহিদ মিনার প্রাঙ্গণে শনিবার পরিচিতি সভার ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে ছাত্রলীগের সানাউল্লাহ গিয়াস উদ্দিন সেলুর গ্রুপ পাল্টা মিছিলের ঘোষণা দেয়।

এ নিয়ে শনিবার রাত থেকে সরাইলে উত্তেজনা দেখা দেয়। সৃষ্ট পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন সরাইল সদর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া ১৪৪ ধারার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।






Shares