Main Menu

সরাইলে চমকের মুক্তিযোদ্ধা ফলক উম্মোচন ও বৃত্তি প্রদান

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “হাত ধরো, এগিয়ে যাই”-এ প্রতিপাদ্যকে সামনে রেখেই এগিয়ে চলছে সরাইলের ‘চমক সমাজ উন্নয়ন সংস্থা’ নামক সংগঠনটি। ইতিমধ্যে সফলতার সাথে কয়েকটি সামাজিক কাজ ও শিক্ষার্থীদের উদ্ভোদ্ধকরণ কার্যক্রমের মাধ্যমে চমক দেখিয়েছেন অজপাড়া গাঁয়ের এ সংস্থাটি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকালে তাদের উদ্যোগেই রসুলপুর গ্রামে ১৩ জন মুক্তিযোদ্ধাুর স্মৃতিফলক উম্মোচন ও স্থানীয় ৪১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে মেধাবৃত্তি পুরস্কার।

এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সংগঠনের সম্পাদক অধ্যাপক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী, চুন্টা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা আরব আলী, চুন্টা এসি একাডেমির প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান নান্নু ও জাপা নেতা মোঃ ফজলুল হক মৃধা। পরে প্রধান অতিথি চতুর্থ শ্রেণির ২০ জন ও পঞ্চম শ্রেণির ২১ জন স্থানীয় মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।






Shares