Main Menu

সরাইলে গ্রাম পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

+100%-

villpolice-1423567984

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে “আইন-শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্ভুধন করেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। তিন দিনের এ প্রশিক্ষণে অংশ করেছেন ৩৯ জন গ্রাম পুলিশ।

নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সার্বিক সহযোগীতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থেকে সরাইলের গ্রাম পুলিশের এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ৯টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশ একাধারে তিন দিনের এই প্রশিক্ষণে অংশ গ্রহন করবে। ৭৭ জন গ্রাম পুলিশকে দুইভাগে বিভক্ত করে পৃথক দুটিতে ভেন্যুতে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। মূল প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ওমর ফারুক পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল আবেদীন, সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান।






Shares