Main Menu

সরাইলে এক নারীকে ২ ডোজ টিকা

+100%-

সরাইল উপজেলায় এক নারীকে ৩০ মিনিটের ব্যবধানে দুই ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রোজিনা বেগম (৩৮) নামের ওই নারী উপজেলার সৈয়দটুলা গ্রামের বাসিন্দা। তার স্বামী মুসলিম খান সাংবাদিকদের জানান, তার স্ত্রী সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথমে দুপুর পৌনে ১টার দিকে টিকা নেন। এরপর টিকা কার্ডের জন্য রোজিনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন।

অপেক্ষারত অবস্থায় প্রায় ৩০ মিনিট পর আফরিন সুলতানা নামের একজন টিকাদান কর্মী এসে আবারও রোজিনাকে টিকা দেন বলে জানান মুসলিম খান।

তবে, দুই ডোজ টিকা নেওয়ার পর এখনও রোজিনার শরীরে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বলেও জানান তিনি।

পরে, এক নারীকে একই দিনে দুই ডোজ টিকা দেওয়ার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া ওই কেন্দ্রে যান।

জানতে চাইলে ডা. নোমান মিয়া  বলেন, ‘প্রথমে একবার টিকা নিয়ে রোজিনা চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে জানান যে তিনি টিকা কার্ড ফেলে গেছেন। তখন টিকাদানকর্মী আফরিন তাকে টিকা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি নেননি বলে জানান।’

‘সেজন্য ওই টিকাদানকর্মী তাকে আবার টিকা দেন। ওই নারী নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন,’ বলেন তিনি।






Shares