Main Menu

সরাইলে উৎসব মূখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন জমা

+100%-

sarailমোহাম্মদ মাসুদ, সরাইল :: শোডাউন মিছিল ও শোভা যাত্রায় একাকার সরাইল। গতকাল মঙ্গলবার ছিল দলীয় মনোনয়ন জমার শেষ দিন। বিকাল ৩টা থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে প্রার্থীরা সেজে গুজে আসতে থাকে উপজেলায়। সাথে আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মীদের মিছিল। মটর সাইকেল, সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানে করে নেচে নেচে মুহুর্তের মধ্যে মাতিয়ে তুলে উপজেলা চত্বর। দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনের আদলে স্থানীয় সরকার নির্বাচন পেয়ে আনন্দে ভাসছে দলীয় সমর্থক ও সাধারন লোকজন। সরাইল হাসপাতালের মোড় থেকে উপজেলা চত্বর ও সকাল বাজার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মিছিলে মিছিলে সয়লাব হয়ে যায়।

দলীয় সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারী থেকে সরাইলে শুরু হয়েছে দলীয় মনোনয়ন বিক্রয়। ১৮ তারিখ পর্যন্ত ৯টি ইউনিয়নে বিক্রয় হয় ৭০টি মনোনয়ন। গত ২১ ফেব্রুয়ারী থেকে শুরু হয় মনোনয়ন জমা। গতকাল ছিল জমা নেওয়ার শেষ দিন। দুপুর ২টার পর নিরব সরাইল হঠাৎ সরব হয়ে উঠে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সরাইলের পথ প্রান্থর। দলীয় বোর্ডে তখন ছিলেন- উপজেলা আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রাশেদ ও সদস্য অ্যাডভোকেট জয়নাল উদ্দিন জয়। শেষদিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। সহস্রাধিক লোক নিয়ে দিনের প্রথম মনোনয়নটি জমা দেন চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান, পানিশ্বর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুল হক ও মো. আবদুস সাত্তার , পাকশিমুলের হাবিবুর রহমান জসিম, চুন্টার মোঃ শাহজাহান মিয়া, শাহবাজপুরের খায়রুল হুদা চৌধুরী বাদল, অরুয়াইলের মোঃ আবদুল হাকিম, পানিশ্বরের আকতার হোসেন, সরাইল সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল জব্বার, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, নাজমা আকতার, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ মৃধা গাজী, মোঃ আফতাব মিয়া, আবেদুর অর শাহিন।






Shares