সরাইলে উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী
মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুন্টা ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ১০ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানান , উপজেলার চুন্টা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৪০৫১জন। এখানে পুরুষ ভোটার ১২৪৫২ জন ও নারী ভোটার রয়েছে ১১৫৯৯জন। ১০ টি ভোট কেন্দ্রে সকাল থেকে বিকাল পযন্ত ভোটারা ভোট দেন।
এখানে আওয়ামীলীগের প্রার্থী মোঃ হাবিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫৩৯৯, জাতীয় পার্টির হাজী বাহার মিয়া লাঙ্গল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৪৫১৯, ইসলামী ঐক্যজোটের আলহাজ্ব আছাদ উল্লাহ মিনার প্রতিক মোট ভোট পেয়েছেন ১১৭, স্বতন্ত্র প্রার্থী মোঃ হুমায়ুন কবির আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৪৪৭০ লড়েছেন। বেসরকারী ভাবে আওয়ামীলীগ পার্থী মো, হাবিবুর রহমান বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গতঃ গত ১০ জুলাই সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।