সরাইলে ইউপি চেয়ারম্যান অপসারনের দাবিতে মানববন্ধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ হোল্ডিং ট্যাক্সের টাকা ও বিভিন্ন খাতের সরকারি তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরীর অপসারণ দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুর ১২টার দিকে নোয়াগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া বাসষ্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নাগরিক কমিটির ব্যানারে শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
নোয়াগাঁও ইউনিয়ন নাগরিক কমিটির আহবায়ক, সাবেক চেয়ারম্যান সাদেক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম মুন্সী, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদ, জাপা নেতা আলী নেওয়াজ, সাইফুল মোস্তফা। এছাড়া নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাতজন নির্বাচিত সদস্য (ওয়ার্ড মেম্বার) এলাাকাবাসীর দাবির সাথে একাত্মতা ঘোষণা কওে কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানকে অনতিবিলম্বে অপসারণ করতে প্রশাসনের প্রতি দাবি জানান। মানববন্ধন চলাকালে স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা মোবাইল ফোনের মাধ্যমে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।