Main Menu

সরাইলে আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ

+100%-

B.baria-Gas-Pic_120150627111142

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার সরাইল- অরুয়াইল রোডের বেপারীপাড়া ব্রীজ থেকে স্থানীয় আহমদ বেপারীর বাড়ি পর্যন্ত এবং উত্তর আরিফাইল রোডে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সরাইল-অরুয়াইল রোডের বেপারীপাড়া ব্রীজ থেকে স্থানীয় আহমদ বেপারীর বাড়ি পর্যন্ত এবং উত্তর আরিফাইল রোডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করেছে।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ






Shares