Main Menu

সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে ভ্রাম্যমান আদালত সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে । গতকাল বুধবার উপজেলার অরুয়াইল বাজার সংলগ্ন বিএডিসি’র (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) জায়গায় অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হয়। ফলে দীর্ঘদিন পর দখলমুক্ত হল সরকারি জায়গা। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, অরুয়াইল বাজারের পশ্চিম পাশে তিতাস নদীর পাড়ে বিএডিসি’র জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছে একটি দখলদার বাহিনী।

সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সেখানকার স্থাপনা গুলি গুড়িয়ে দিয়েছেন। সকাল ১১টা থেকে বিকাল দেড়টা পর্যন্ত চলে উচ্ছদ কার্যক্রম। উচ্ছেদকালে রাণিদিয়া গ্রামের দখলদার কালা মিয়া, শামিম মিয়া, রফিক মিয়া ও অরুয়াইল গ্রামের দখলদার নূরুল হক মুন্সির অবৈধ স্থাপনা সমূখ ভেঙ্গে ফেলেন। আর বিএিডিসি’র পূরাতন ভবনে থাকা বিভিন্ন ধরনের মালামাল বাহিরে ফেলে দিয়ে তালাবদ্ধ করেন।



« (পূর্বের সংবাদ)



Shares