সরাইলে অপহরণের ৩ মাস স্কুল ছাত্রী উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে অপহরণের ৩ মাস পর তানজিনা আক্তার (১৫) নামের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামে বাবার বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়েছে।
গতকাল মেডিকেল চেকআপ ও জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্র জানায়, শাহজাদাপুর গ্রামের আব্দুর রহমানের শিশু কন্যা তানজিনা। শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহন করে অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয়ের রেজিষ্ট্রার অনুসারে তানজিনা এখনো অপ্রাপ্ত বয়স্ক। গত ৩০ জুন সকাল ১০টায় শাহবাজপুর এলাকা থেকে অপহরণ হয় তানজিনা। ৭ জুলাই তানজিনার বাবা আব্দুর রহমান বাদী হয়ে একই গ্রামের সজিব মিয়াকে (২৩) প্রধান আসামী করে তার বাবা মা সহ ৬ জনের বিরূদ্ধে সরাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সজিব ও তানজিনা সম্পর্কে আপন খালাত ভাই। দীর্ঘ তিন মাস পর গত ৫ অক্টোবর সোমবার রাত ৯টার দিকে অপহৃত স্কুল ছাত্রী তানজিনাকে তার বাবার বাড়ি থেকে উদ্ধার করেছেন এস আই মো. মঞ্জুর আহমেদ।