সরাইলে অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0004.jpg?resize=684%2C385)
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলায় কর্মরত তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।
সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানকে উপদেষ্টা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারকে আহবায়ক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিনকে যুগ্ম আহবায়ক (১) ও সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদকে যুগ্ম আহবায়ক, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনকে সদস্য সচিব, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াকে সদস্য করে এ কমিটি হয়েছে।
« ‘সরাইলে সাংবাদিকদের সম্প্রীতি সভা অনুষ্ঠিত’ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় মাকে খুন করল ছেলে »