Main Menu

সরাইলে অনুষ্ঠিত হচ্ছে এপার-ওপারের মিলনমেলা

+100%-

apar-banglaমোহাম্মদ মাসুদ,সরাইল ॥ আগামি ১ ও ২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মিলনী। উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে দু’দিনব্যাপী এপার-ওপারের মিলনমেলা অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সংসদ সদস্য ও সম্মিলনীর আহবায়ক জিয়াউল হক মৃধা সরাইল ডিগ্রী কলেজে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সাংসদ জিয়াউল হক মৃধা জানান, পঞ্চম বারের মতো অনুষ্ঠিতব্য দুই বাংলার মিলনমেলায় উদ্বোধন করবেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় এতে প্রধান অতিথি থাকবেন।
সাংসদ জিয়াউল হক মৃধার সভাপতিত্বে সম্মিলনীতে প্রধান আলোচক থাকবেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। এছাড়া পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম হিরু, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী, ভারতীয় লোকসভার সদস্য জীতেন্দ্র চৌধুরী, শংকর প্রসাদ দত্ত, ঝর্ণা দাস বৈদ্য বিশেষ অতিথি থাকবেন।
উল্লেখ্য, ইতিপূর্বে গত ২০০৯ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম, ২০১০ সালে ত্রিপুরার খয়েরপুরে দ্বিতীয়, ২০১১ সালে সরাইলের কালীকচ্ছ গ্রামে তৃতীয় এবং ২০১৫ সালে ফের ত্রিপুরার খয়েরপুরে চতুর্থ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল।
সংবাদ সম্মেলনে সাংসদের সঙ্গে সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ূব খানসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।






Shares