Main Menu

শাহবাজপুরে নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন, আশুগঞ্জ-আগরতলা সড়ক শীঘ্রই ৪ লেনে উন্নীত হবে :: সেতুমন্ত্রী

+100%-


বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর উপর নির্মিতব্য দ্বিতীয় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ৬৯ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রায় ২শ ২০ মিটার লম্বা এ সেতুটি সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। ১৮ মাসের মধ্যে এ সেতুর নির্মান কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। নতুন এ সেতুর কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে বৃহত্তর সিলেট ও বন্দরনগরী চট্রগ্রামের সাথে সড়ক পথে যোগাযোগ আরো সহজ হবে। কমে আসবে যানজট। পূরাতন সেতুটির পাশেই এ সেতু নির্মান হচ্ছে। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আশুগঞ্জ-ধরখার- আগরতলা সড়ক শীঘ্রই ৪ লেনে উন্নীত করা হবে। এর জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়েছে।






Shares