শহিদ দিবস উদযাপনে সরাইলে প্রস্তুতি সভা
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ আগামী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফ্রেব্রুয়ারি) ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী আইনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব খান, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কমান্ডর ইসমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ।