মিতালীর দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ট বারের মত মিতালীর সভাপতি হয়েছেন মোহাম্মদ মাহবুব খান বাবুল আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. আরিফুর রহমান বুলবুল। সাংগঠনিক সম্পাদক পদে মনোনিত হয়েছেন মো. ফয়সাল খান তারেক।
গত শুক্রবার রাতে মিতালীর কার্যালয়ে আনন্দঘন পরিবেশে সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্বে ও সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সম্পাদকের সহায়তায় সকলের উদ্যেশ্যে আয়-ব্যায়ের প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মো. কামাল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন- সম্পাদক মো. আরিফুর রহমান। সভাপতি সকলের উদ্যেশ্যে বিগত বছর গুলোর উল্লেখযোগ্য কর্মকান্ড ও সফলতা তুলে ধরেন। পিফোরডি প্রকল্পের কাজের ফলে মিতালীর সক্ষমতা বৃদ্ধির ব্যাখ্যা দিয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। সকল সদস্যের হাতে গত কয়েক বছরে মিতালীর উল্লেখযোগ্য কর্মকান্ডের সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত একটি কাগজ পৌঁছে দেন।
পরে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে উম্মোক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা মো. কাদিম খান, ৯ নং শাহজাদাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, মো. আক্তার হোসেন মন্টু, মো. মুখলেছুর রহমান, মো. আজিজুল ইসলাম মাসুক, সহসভাপতি মো. আনিছুর রহমান, অর্থসম্পাদক মো. কামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মো. নজরূল ইসলাম, সাবেক সম্পাদক শেখ মো. দেলোয়ার হোসেন জীবন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রজত ও সদস্য মো. আকিজ উদ্দিন। উপস্থিত সকলেই অর্থের প্রতিবেদন পাশ করার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। দ্বিতীয় অধিবেশনে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২২ খ্রিষ্টাব্দ দুই বছরের জন্য সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিন জনের নাম উল্লেখ করে আংশিক কমিটি ঘোষণা করেন। সেই সাথে আগামী তিন (০৩) দিনের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি (১৫ সদস্যের) গঠন সম্পন্ন করার নির্দেশ দেন।