Main Menu

বিশ্বরোডে যাত্রীকে বাগে নিতে রয়েল কোচের লাইনম্যানের ছুরিকাঘাতে অপর লাইনম্যান আহত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে যাত্রীকে বাগে নেওয়াকে কেন্দ্র করে এক লাইনম্যানের ছুরিকাঘাতে আহত অপর লাইনম্যান গুরুত্বর আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে চলাচলকারী সাভির্সের টিকেট কাউন্টারের এখলাছ মিয়ার (২৪) ছুরিকাঘাতে আহত যুবকের নাম সুজন মিয়া (৩০)। গত শুক্রবার সরাইলের বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটেছে। আহত সুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্বরোড মোড়ে রয়েল কোচ সার্ভিসের তিনটি কাউন্টার রয়েছে। এর মধ্যে দুটি পরিচালনা করছে মো. মাহফুজ মিয়া ও অপরটি আবু বক্কর। গতকাল সকালে ঢাকাগামী যাত্রীর টিকেট কাটাতে এখলাছ ও আবু বক্করের কাউন্টারের সুজনের মধ্যে ধস্তাধস্তি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুজনেই হাতাহাতি শুরু করে। উত্তেজিত হয়ে এখলাছ সুজনের বুকে ও বাম হাতে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় সুজন মাটিতে পড়ে যায়। লোকজন সুজনকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুজনের চিকিৎসা চলছে। সুজন ও এখলাছ সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া জয়নাল মিয়া ও ফরিদ মিয়ার ছেলে।

উভয় কাউন্টারের পরিচালকরা বলছেন, আমরা সুজনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। বিষয়টি নিস্পত্তিরও চেষ্টা করছি।






Shares