প্রাথমিক শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় সরাইলের ইউএনও’কে অফিসার্স ক্লাবের সম্বর্ধনা
মোহাম্মদ মাসুদ, সরাইল::ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে গত ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার গ্রহন করায় সরাইল উপজেলা অফিসার্স ক্লাব তাঁকে সংবর্ধনা দিয়েছেন।
গত ৭ফেব্রুয়ারী রাত ৮টায় অফিসার্স ক্লাবে ক্লাবের সহসভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মজিবুর রহমান, সরাইল থানা অফিসার্স ইনচার্জ রূপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জহিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান প্রমুখ।
উল্লেখ্য ,সরাইল উপজেলা নির্বাহী অফিসার প্রাথমিক শিক্ষার প্রসার ও উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে গত ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার জেলার ৮জন ইউএনও’র মধ্যে প্রথম, চট্টগ্রাম বিভাগের ১১জন ইউএনও’র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন।পরে জাতীয় পর্যায়ে ৮বিভাগের সেরা ইউএনও দের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন। তিনি শ্রেষ্ঠ হয়ে গত ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রী নিকট থেকে পুরস্কার গ্রহন করায় তাঁকে সরাইল অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।