Main Menu

টানা পাচঁবার ইউপি সদস্য– সরাইলে রোকেয়া বেগম বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত

+100%-

councolarমোহাম্মদ মাসুদ, সরাইল :: সরাইলে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন রোকেয়া বেগম। কালিকচ্ছ ইউনিয়নের ৪,৫ও ৬ নং ওয়ার্ডে এ পদে আর কোন প্রার্থী না থাকায় গতকাল নিটার্নিং কর্মকর্তা রোকেয়াকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা দিয়েছেন। রোকেয়া বেগম ধারাবাহিক ভাবে ৫ম বারের মত ইউপি সদস্য নির্বাচিত হলেন।

দলীয় সূত্র জানায়, রোকেয়া বেগম উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী। আবার উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য। তিনি ১৯৯৩ সালে প্রথম কালিকচ্ছ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরপর আরো চারবার নির্বাচনে জয়লাভ করেন। মহিলা সদস্য হিসাবে ২৯ বছর ভালই চালিয়েছেন তিনি।

এবারকার নির্বাচনে তার আসনে শেলিনা বেগম নামের এক মহিলা মনোনয়ন পত্র জমা দেন। মাত্র দুইজন প্রার্থীর নির্বাচনী খেলা নিয়ে যখন মাঠে আলোচনা শুরু হয়েছে। ঠিক সেই সময় গত ৬ এপ্রিল স্বেচ্ছায় নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন শেলিনা বেগম। আর কোন প্রতিদ্ধন্ধি না থাকায় গতকাল বৃহস্পতিবার নিটার্নিং কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার স্বাক্ষরিত এক পত্রে রোকেয়া বেগমকে নির্বাচনের আগেই বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করেন।

নারী নেত্রী রোকেয়া বেগম বলেন, আল্লাহ আমাকে ভাল রেখেছেন। আমি গত ৩০-৩৫ বছর ধরে আওয়ামী রাজনীতির পাশাপাশি স্বচ্ছতার সাথে জনগনের সেবা করে আসছি। এলাকার সকলে মিলে টানা চারবারের পর ৫ম বারের মত আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছে তার ঋণ কোন দিন শোধ করতে পারব না। আমি শেলিনা বেগম ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার নারী পুরুষের কাছে কৃতজ্ঞ। আজীবন মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।






Shares