Main Menu

টক অব দ্যা টাউন:: সরাইলে বিদ্যালয়ে ১ দাতা সদস্যের জন্য ৭ লাখ ৪০ হাজার টাকা

+100%-

totমোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ সরাইলে ১ দাতা সদস্য নির্বাচনের জন্য ভোটার হয়েছেন ৩৭ জন। পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা পড়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা। সরাইল অঞ্চলের জন্য এটি একটি বিরল রেকর্ড। গত বুধবার সদর ইউনিয়নের কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত এ টাকা জমা হয়েছে। বিদ্যালয়ের দুই গ্রুপের প্রতিযোগীতার কারনেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক। গোটা সরাইলে এ বিষয়টি এখন ‘টক অব দ্যা টাউন’।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের মেয়াদকাল শেষ হয়ে আসছে। নতুন কমিটি হবে। তাই গত ২১ জুলাই প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি নোটিশে দাতা সদস্য নির্বাচনের জন্য ভোটার হতে টাকা জমা দেওয়ার আহবান করা হয়। ভোটার প্রতি ২০ হাজার টাকা জমা দেয়া কথা। নোটিশ অনুসারে গত ৩১ আগষ্ট ছিল শেষ দিন। ওইদিন শেষ সময় পর্যন্ত ২০ হাজার টাকা মূল্যের ৩৭টি পে-অর্ডার জমা পড়ে। ৩৭ জনের ভোটেই একজন হবেন দাতা সদস্য। সরাইল উপজেলায় একজন দাতা সদস্য নির্বাচনের জন্য ৩৭ জন ভোটার সর্বকালের সেরা বলে মন্তব্য করেছেন স্থানীয় একাধিক শিক্ষক। প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলম ৩৭টি পে-অর্ডার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখান থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই হবেন দাতা সদস্য।






Shares