Main Menu

ইকবাল আজাদ হত্যা মামলার রায় ঘোষণা : সরাইলে পুলিশ মোতায়েন

+100%-

ইকবাল আজাদ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সরাইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর, উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়, বিশ্বরোড মোড়, হাসপাতাল মোড়, কুট্টাপাড়া ও সৈয়দটুলা গ্রামের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান করছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘মামলার রায় ঘোষণা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য থানা–পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে আসা পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমি নিজেও মাঠে রয়েছি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করি, আর সমস্যা হবে না।’






Shares