ইউপি চেয়ারম্যান রাজ্জি ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অধ্যক্ষ লাঞ্চিত হওয়ার ঘটনায় জেলা শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ
সরাইলে তিতাস মডেল কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক গত ৭ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ এ.কে.এম রমজান আলীকে শারিরীক নির্যাতন ও লাঞ্চিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এক বার্তায় সমিতির সভাপতি মোঃ ফরিদ আহাম্মদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ সাহেদ আলী, মোঃ মোশারফ হোসেন ও দপ্তর সম্পাদক মাজহারুল ইসলামসহ সমিতির সকল নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের আওতায় না আনলে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের শিক্ষকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।