Main Menu

ইউনিয়ন পরিষদ নির্বাচন— সরাইলে ভ্রাম্যমান আদালত জরিমানা

+100%-

jarimanaমোহাম্মদ মাসুদ, সরাইল :: সারা দেশে তৃতীয় ধাপের নির্বাচনে রয়েছে সরাইল। গতকাল বৃহস্পতিবার ছিল প্রতীক বরাদ্ধের দিন। সকাল থেকে উপজেলা সদরের প্রধান ফটকে বসেছিল ভ্রাম্যবান আদালত। ওই আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল আবেদীন।

আদালত সূত্র জানায়, প্রতীক বরাদ্ধ নিতে আসা প্রার্থী ও সমর্থকদের আচরন বিধি লঙ্গনের দায়ে ২ হাজার টাকা, প্রকাশ্যে ধুঁমপানের জন্য ৮ জনের কাছ থেকে ২ হাজার ৪’শ টাকা এবং অবৈধ পার্কিং ড্রাইভিং এর অপরাধে ৭টি মটরযান থেকে ৫ হাজার টাকা । মোট ৯ হাজার ৪’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত বসার খবরে অনেক চেয়ারম্যান ও ইউপি সদস্য পদ প্রার্থীরা তাদের গাড়ি বহর নিয়ে সদরে প্রবেশ করেননি। আশপাশের খালি জায়গায় বা মাঠে গাড়ি রেখে মিছিল করে এসেছেন। তবে সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত অবাধে উপজেলা চত্বরে প্রবেশ করেছে অটোরিকশা, মাইক্রোবাস, পিক-আপ ভ্যান ও ট্রাক্টরের মিছিল। ওইসব মিছিলে অংশগ্রহনকারীর অধিকাংশ ছিল শিশু ও কিশোর। যাদের এখনো ভোট হয়নি।






Shares