সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সরাইলে ট্রাকের ধাক্কায় নাহিদ আহমেদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ আহমেদ সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ফুল মিয়ার ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন সৈয়দটুলা গ্রামের ইদন মিয়ার ছেলে আলাল মিয়া (২২) এবং একই ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের সফর আলীর ছেলে জুনায়েদ মিয়া (২৪)। ১৩ দিন আগে পুত্র সন্তানের বাবা হন নাহিদ।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, বৃহস্পতিবার রাতে তিন যুবক মোটরসাইকেলে উপজেলার শাহবাজপুর থেকে সরাইল সদরে ফেরার পথে ইসলামাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সার্থে সংঘর্ষ হয়। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।