সরাইলে পিফোরডি প্রকল্পের প্রদর্শনী মেলা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশি দারিত্বে বৃটিশ কাউন্সিলের বাস্তবায়িত পিফোরডি প্রকল্পের আওতায় প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৩টি স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংগঠন বাল্য বিবাহ, প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য,মাদক, ইউনিয়ন পরিষদের কর আদায়ের, বাজট, সেনিটেশন উপর কাজ করছে।
সরাইল উপজেলা সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার দুপুরে প্লাটফর্মস ফর ডায়ালকের উপজেলা কমিউনিটি রিসোর্স সেন্টারের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দুর রে শাহওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মোসা।
উপলব্ধি সমাজ কল্যান সংগঠনের ইউনিয়ন কর আদায়ের সেফ লিডার মজিদ বক্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন
বৃটিশ কাউন্সিলের জেলা সম্মনয়ক সুশান্ত দে রায়, মিতালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মাহবুব খান বাবুল, উপলদ্ধি সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, বেড়তলা মেঘনা সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ শামসুজ্জামান প্রমূখ।