দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মাহবুব খান
সরাইল প্রতিনিধি ঃ দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির পরপর তিনবারের সভাপতি ও সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল (এম,এ) দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত পত্রে তাকে ওই পদের বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব প্রধান শিক্ষক মোহিত কুমার দেব, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি শেখ মো. আবু জাহেদ মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মো: আরিফুর রহমান। মাহবুব খান বাল্যকাল থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। একজন দক্ষ স্কাউটার হিসেবেও তার খ্যাতি রয়েছে। এক সময় তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেন। সেই সাথে রয়েছে তার ঠিকাদারী ব্যবসা। ২০০১ সাল থেকে তিনি জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরে জেলা থেকে প্রকাশিত “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া” পত্রিকার ষ্টাফ রিপোর্টারের দায়িত্ব পান তিনি। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দ থেকে দেওড়া (পাঠানবাড়ি) সানফ্লাওয়ার কিন্টার গার্ডেন স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। একই বছর তিনি “সাপ্তাহিক গতিপথ” পত্রিকায় বার্তা সম্পাদক পদে যোগদান করেন। ২০০৯ সালের জুন মাস থেকে অদ্যাবধি তিনি পরপর দুইবার নির্বাচনে জয়লাভ করে ও তৃতীয়বার কো-অপ্টের মাধ্যমে সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০১১ সালের সেপ্টেম্বর মাসে মাহবুব খান সরাইল উপজেলা পাবলিক লাইব্রেরীর কার্যকরী পরিষদের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পান। দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করতে শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ, সুশিল সমাজ সহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি। শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত হওয়ায় মাহবুব খানকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শের আলম মিয়া, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য রফিকুল ইসলাম খোকন, সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মৃধা আহমাদুল কামাল, জেলা প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ মিজানুর রেজা, সদস্য সচিব মো: রিয়াজ উদ্দিন জামি, সরাইল প্রেসক্লাবের সভাপতি, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব খান, সাধারন সম্পাদক বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: মাসুদুর রহমান, চুন্টা ইউপি যুবলীগের সভাপতি মো: মনিরুল ইসলাম ও মিতালীর সম্পাদক- শাহজাদাপুর ইউপি যুবলীগের সভাপতি শেখ মো: দেলোয়ার হোসেন জীবন। বিদ্যালয় পরিচালনার কাজে তারা স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।