৩৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল জয়ী
ডেস্ক ২৪:: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় লক্ষ্মীপুর জেলার সাথে ১৯ রানে জয় পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট বোর্ডের ট্যালেন্ট কর্মকর্তা ও জেলা ক্রিকেট দলের কোচ শামীম ফারুকী।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল। তারা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১শ’ ৫৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ সজীব মিয়া ৬৬, শুভ ৩৪ রান করে। লক্ষ্মীপুরের পক্ষে বল হাতে ইয়াসিন আরাফাত ২৯ রানে ৩টি ও আশিক মাহমুদ ৩ টি করে উইকেট নেন।
লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল ১শ’ ৫৪ রানে জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে ৪৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১শ’ ৩৪ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে ফয়সাল আহমেদ ৩৫ ও অপু হোসাইন ৩৩ রান করে। বল হাতে ব্রাহ্মণবাড়িয়ার নাঈম খান ৫ টি ও আশরাফুল ইসলাম ৩ টি উইকেট লাভ করেন । ম্যান অব দ্যা ম্যাচ নাঈম খান রিপন । খেলা পরিচালনা করেন আম্পায়ার সোলেয়মান খান ও ইসমাইল হোসেন।