Main Menu

০১ জন ভুয়া সাংবাদিককে ০২ বোতল ফেন্সিডিল ও ০১ মাদক ব্যবসায়ী ০৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার।

+100%-

rajibপ্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় অত্র মডেল থানার এসআই/মোঃ মিজানুর রহমান, এএএসআই/মোঃ তারেক সুমন সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে অভিযান পরিচালনা করে ভূয়া সাংবাদিক (দৈনিক একুশে আলো পত্রিকার বার্তা সম্পাদক পরিচয় প্রদানকারী) ১। মোঃ হাছান রাজীব (৩৪), পিতা-কাজী জয়দুর হোসেন, সাং-কুটি কাজীবাড়ি, থানা-কসবা, এ/পি-মুন্সেফপাড়া (সেতার মঞ্জিল সফিউল্লাহ ভিলা), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০২ (দুই) বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যবসায়ী ২। মোঃ শিশু মিয়া (২৬), পিতা- মৃত দারু মিয়া, সাং-সৈয়দবাড়ি, দক্ষিন পৈরতলা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০৩ (তিন) বোতল ফেন্সিডিলসহ অত্র থানাধীন রামরাইল বাজারস্থ কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পার্শ্বে সোহাতা যাওয়ার রাস্তার মোড় থেকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে বর্ণিত ভূয়া সাংবাদিক এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৩২, তারিখ-১২/১১/১৫ইং, ধারা-১৯৯০ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৩(ক)/২১ তৎসহ ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ও ৪১৭ পেনাল কোড রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares