আল ফালাহ যুব সংগঠনের শুভ উদ্বোধন
হাজী নিজাম উদ্দিন সরদারের স্মরনে দুআ ও ইসলামী সাংঙ্কতিক অনুষ্ঠান।
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
আল ফালাহ যুব সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ পিতা হাজী নিজাম উদ্দিন সরদারের স্মরনে দুআ ও ইসলামী সাংঙ্কতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সুর সম্ম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলানায়তনে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া পিন্সিপাল মুফতি মোবারককুল্লাহ সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট মাসুম বিল্লাহ। ইসলামী সাংঙ্কতিক অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আল্লামা মুফতি রহমতউল্লা ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মোহাম্মদ ইউসুফ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক পাটির কেন্দীয় ভাইস চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন জমসেদ। আল ফালাহ যুব সংগঠনের শুভ উদ্বোধন করেন মুফতি মোবারককুল্লাহ।
সংগঠনের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা প্রধান করা হয়। ইসলামী সাংঙ্কতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন কলরব শিল্পী গোষ্ঠী, আলোরন ও দামামা শিল্পী। অনুষ্ঠানে দায়িত্ব পালনে ছিলেন হাফেজ আশরাফুল ইসলাম, মো. সায়েদ সালমান, আরিফ বিন ইয়াছিন, হাফেজ সৈয়দ কাসেম, ওয়াহিদ বাবু, হাফেজ মাসুম বিল্লাহ সহ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক সহযোগীতায় ছিলেন নোমান স্মৃতি পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন।প্রেস রিলিজ