Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন

সৈয়দ একেএম এমদাদুল বারী : ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী

+100%-

emu-briডেস্ক ২৪ঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক সৈয়দ একেএম এমদাদুল বারী ।

শুক্রবার রাতে গণভবনে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়া সহ ৬১ জেলার প্রার্থী তালিকা ঘোষণা করেন।

জেলা পরিষদ নির্বাচন ঘোষনার পর থেকে এ জেলা থেকে  আওয়ামীলীগের ১২ জন আবেদনপত্র জমা দেন।

সৈয়দ একেএম এমদাদুল বারী

সৈয়দ এ,‌কে,এম এমদাদুল বা‌রির জন্ম ২৩ শে ন‌ভেম্বর ১৯৩৫ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার আখাউড়া উপ‌জেলার ধরখার ইউ‌নিয়‌নের রানীখার গ্রা‌মে। রানীখার প্রাথ‌মিক বিদ্যালয় থে‌কে শিক্ষাজীবন শুরু ক‌রেন। তালশহর এ আই স্কুল থে‌কে প্রথম বিভাগ পে‌য়ে ম্যা‌ট্রিক পাশ ক‌রেন। প্রথম বিভাগ পে‌য়ে আই এ পাশ ক‌রেন কি‌শোরগন্জ জেলার ভৈরব উপ‌জেলার হাজী আসমত ক‌লেজ থে‌কে। তারপর ঢাকা স‌লিমুল্লাহ এক‌া‌ডেমী থে‌কে রাষ্ট্র‌বিজ্ঞা‌নে অর্নাস ক‌রেন। প‌রে কু‌মিল্লা থে‌কে এল,এল,‌বি পাশ ক‌রেন। ওকাল‌তি প্র্যাক‌টিস ক‌রেন ব্রাহ্মণবা‌ড়িয়ার পুরাতন ‌বি‌ল্ডিং কো‌র্টে। ১৯৬৫ সা‌লে কু‌মিল্লা‌তে এড‌ভো‌কেট নিযুক্ত হন। ১৯৬৬ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া কো‌র্টে আস‌লেন। ১৯৭০ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া ৪ আসনে সংসদ নির্বাচন ক‌রেন। বিপুল ভো‌টে জয়লাভ ক‌রে MPA নির্বা‌চিত হন। আর একই আস‌নে MNA নির্বা‌চিত হয় বর্তমান আইনমন্ত্রী এড‌ভো‌কেট আ‌নিসুল হ‌কের বাবা এড‌ভো‌কেট সিরাজুল হক। তারপর ১৯৭১ সা‌লে ২ নং সেক্টর থে‌কে মু‌ক্তি‌যো‌দ্ধে অংশগ্রহন ক‌রেন। ৭০ দশ‌কে কসবা আওয়ামীলী‌গের সভাপ‌তি ছি‌লেন আর ২০১০ সা‌লে হন ব্রাহ্মণবা‌ড়িয়‌া জেলা আওয়ামীলী‌গের ভা: প্রা: সভাপ‌তি। জেলা প‌রিষদ প্রশাসক নিযুক্ত হন ২০১১ সা‌লে।

বর্তমা‌নে সুনা‌মের সা‌থে এখনও সেই পদেই বহাল আ‌ছেন। তি‌নি জেলা প‌রিষদ প্রশাসক হওয়ার পর অ‌নেক উন্নয়নমুলক কাজ ক‌রে‌ছেন। এখন সুষ্ঠ ভা‌বে সবাই টেন্ডার ড্রপ কর‌তে পারে‌ছে। এছড়াও শীতার্ত‌দের মা‌ঝে শীত বস্ত্র বিতরন, অসহায় ম‌হিলা‌দের মা‌ঝে সেলাই মে‌শিন বিতরন, দ‌রিদ্র যুবক‌দের মা‌ঝে রিক্সা বিতরন,প্র‌তিবন্ধী‌দের মা‌ঝে হুইল চেয়ার প্রদান ইত্যা‌দি। জেলা প‌রিষদ হওয়ার আ‌গেও নিজ এলাকায় নিজ অর্থায়‌নে অ‌নেক ক‌রে গে‌ছেন। তার পিতা এস,এ হান্না‌নের না‌মে এক‌টি স্কুল, মাতা ফয়জুননেসা না‌মে পল্লী স্বাস্থ্য উপ‌কেন্দ্র স্থাপন ক‌রে‌ছেন। সৈয়দ এমদাদুল বারী গাউ‌ছিয়া আলীম মাদ্রাসা স্থাপন ক‌রে‌ছেন। যেখা‌নে ইং‌রেজী, বাংলা, সবই শেখা‌নো হয়। এছাড়াও অ‌নেক স্কুল, মসজিদ, রাস্তাঘাট নির্মান ক‌রে‌ছেন। তি‌নি শে‌রে বাংলা স্বর্নপদক, স্যার স‌লিমুল্লাহ ভাষা পদক, ন্যানসন ম্যান‌ডেলা বর্ণবাদ পদ‌কে ভূ‌ষিত হ‌য়ে‌ছেন।

ctgএডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারীর সুযোগ্য নেতৃত্বে এবং কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে ব্রাক্ষনবাড়ীয়া জেলা পরিষদ চট্রগ্রাম বিভাগে পর পর চারবার ১ম স্হান অধিকার করেছে।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া  আওয়ামীলীগের অন্যতম প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌরমেয়র মো: হেলাল উদ্দিন এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী দলের মনোনয়ন লাভ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারীর সাফল্য কামনা করেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু জানান, আমরা, ব্রাহ্মণবাড়িয়া  জেলা আওয়ামীলীগ কখনও দলেের সিদ্ধান্তের বাইরে যাইনি, ভবিষ্যতেও যাব না। জেলা আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম খোকন এক প্রতিক্রিয়ায় জানান, এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী দলের সবচেয়ে বর্ষীয়ান নেতা। আওয়ামীলীগ থেকে উনি  মনোনয়ন পাওয়ায়  দলের সর্বস্তরের নেতা কর্মীরা খুশী এবং আনন্দিত।






Shares