Main Menu

সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার, তাই আমাদের সেবার মান বৃদ্ধি করতে হবে — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

dc711সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ স্লোগানকে সামনে রেখে ১২-১৭ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬ উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ পরিচালক অরবিন্দু দত্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক ডাঃ মোঃ মকবুল হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, “সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। আমাদের সেবার মান ভালো করতে হবে। সেবার মান ভালো না করলে সেবা প্রত্যাশীরা আমাদের কাছে আসবে না।” তিনি আরো বলেন, সন্তান বেঁচে থাকবে- এ নিশ্চয়তা যদি আমরা দিতে পারি, তাহলেই একাধিক সন্তান নেওয়ার প্রবণতা হ্রাস পাবে। এ সময় তিনি গর্ভকালীন সময়ে স্বাস্থকেন্দ্রে গিয়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি সর্ম্পকে পরামর্শ ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের আহবান জানান।প্রেস রিলিজ






Shares