সুহিলপুর ইউপির ১ নং ওয়ার্ডের উপ নির্বাচন জমে উঠেছে।
আগামী ২৩ শে মে মঙ্গলবার ৩ নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের উপ নির্বাচন। ১ নং ওয়ার্ড এর টানা তিনবারের নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি জনাব ইউসুফ আলীর মৃত্যুতে ওয়ার্ডটি মেম্বারশূন্য হয়। এবারের উপ নির্বাচনে মোট প্রার্থী ৬ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে লড়ছেন। প্রার্থীগণ হচ্ছেন জনাব হাজী মোঃ হামদু মিয়া মেম্বার (তালা), জনাব মোঃ বাবুল মিয়া বাবু (আপেল), জনাব মোঃ আলম মিয়া (মোরগ), মরহুম জনাব মোঃ ইউসুফ আলী মেম্বারের ছেলে জনাব মোঃ আল আমিন (ঘুড়ি), জনাব মোঃ আমির হোসেন (বৈদ্যুতিক পাখা) ও জনাব মোঃ আবু তাহের (ফুটবল)। নির্বাচনে প্রথম চারজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা পোষণ করছেন ভোটাররা।
ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে নিজের পক্ষে ফলাফল আনার চেষ্টায় লিপ্ত প্রার্থীরা। কোন প্রার্থীরই চেষ্টার কোন কমতি নেই। সকলেই নির্বাচনে নিজেদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীদের পদচারণায় মুখরিত ১ নং ওয়ার্ড। নির্বাচন উপলক্ষে সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ১ নং ওয়ার্ডের উপ নির্বাচন। কে হচ্ছেন পরবর্তী মেম্বার এই নিয়ে আগ্রহের কমতি নেই কারোই।
প্রতিদ্বন্দী ৬ জন প্রার্থীর মধ্যে কেউ ই পূর্বে ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হতে পারেন নি। অর্থাৎ এবার নতুন একজন মেম্বার পেতে যাচ্ছেন ১ নং ওয়ার্ডবাসী। জনাব হাজী হামদু মিয়া মেম্বার ও জনাব মোঃ বাবুল মিয়া বাবু গত দুইটি নির্বাচনে জনাব ইউসুফ আলীর কাছে পরাজিত হয়েছিলেন। গত নির্বাচনে জনাব বাবুল মিয়া বাবু ছিলেন দ্বিতীয় অবস্থানে। তার আগের নির্বাচনে (২০১১) জনাব হাজী হামদু মিয়া মেম্বার দ্বিতীয় হয়েছিলেন। তাছাড়া বাকি চারজন প্রার্থী জনাব মোঃ আলম মিয়া, জনাব মোঃ আল আমিন, জনাব মোঃ আমির হোসেন ও জনাব মোঃ আবু তাহের এবারই প্রথমবারের মত নির্বাচন করছেন। নবীন-প্রবীনের এই জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ২৩ তারিখ সন্ধ্যায় বুঝা যাবে কে হাসবেন বিজয়ের হাসি।
মোঃ বায়েজিদ মোস্তফা