সরকারি কর্মচারিদের সততা, নিষ্টা ও দেশ প্রেম নিয়ে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন মোকতাদির চৌধূরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারি পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্র্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী এমপি সততা, নিষ্টা ও দেশ প্রেম নিয়ে সরকারি কর্মচারিদের নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বলেন, আপনাদের জন্য সরকার বেতন বৃদ্দি সহ বৈশাখী ভাতা চালু করেছে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যানে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে॥ আপনারাও প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে সরকারের দেওয়া দায়িত্ব সঠিক ভাবে পালন করুন।আপনাদের কল্যানমুলক কর্মকান্ডে আমাকে সব সময় পাশে পাবেন॥
তিনি গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারি কল্যান পরিষেদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সরাকরি কর্মচারি কল্যান পরিষদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ, স্বধীনতা চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা.মোশাহ্ আলম,সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা.মো:শওকত হোসেন, বিষিষ্ট সমাজ সেবক লায়ন ফিরোজুর রহমান ওলিও।
পরিসদের সধারন সম্পাদক আবূল কালাম আজাদ ভ’ইয়া ও আকতার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যান পরিষদের সহ সভাপতি দেলোয়ার হোসেন,আলমগীর হোসেন,মো:কুতুবউদ্দিন,সাবেক সভাপতি মানিক মিয়া.সাবেক সাধারন সম্পাদক আব্দুল বাছেত.মুনির হোসেন.এ কিউ এম শফিকুল ইসলাম প্রমুখ॥ এর আগে ব্রাহ্মণবাড়িয়া সরাকরি কর্মচারি পরিষদের নবগঠিত কমিটির শপথ পাঠ করান জেলা প্রশাসক। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। এই উপলক্ষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।