সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে:: পৌর মেয়র নায়ার কবীর
জেলা আওয়ামী লীগের ২১ দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচীর ১১তম দিন
বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ ঘোষিত ২১ দিনব্যাপী জাতীয় কর্মসূচীর একাদশতম দিনে সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে “জঙ্গিবাদ দমনে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর।
স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান। সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, মোঃ জামাল উদ্দিন শরিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান রনি, দপ্তর সম্পাদক আশিকুর রহমান সোহাগ। সভায় পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের ও ব্লক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আনোয়ার শাহ্।
সভায় প্রধান অতিথির বক্তব্য পৌর মেয়র নায়ার কবীর বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি এ সময় আরো বলেন, বর্তমান প্রজন্মের কাছে ১৫ আগস্টে বর্বরোচিত হত্যাকান্ডের কথা তুলে ধরতে হবে। তাদেরকে মহান মুক্তিযুদ্ধের ও জাতির জনকের সঠিক ইতিহাস জানাতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)