ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন
সদস্যপদের ১৫টি সাধারণ ওয়ার্ড এবং ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ
ডেস্ক ২৪:: শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল-মামুন সরকার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সদস্য পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সাধারণ সদস্য পদে দলীয় প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব, ২নং ওয়ার্ডে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম সামদানী, ৩নং ওয়ার্ডে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুলেমান মিয়া, ৪নং ওয়ার্ডে আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম. জাহাঙ্গীর, ৫নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হোসেন, ৬নং ওয়ার্ডে জেলা কৃষকলীগের সভাপতি সাদেকুর রহমান শরীফ, ৭নং ওয়ার্ডে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, ৮নং ওয়ার্ডে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, ৯নং ওয়ার্ডে কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন ইকবাল, ১০নং ওয়ার্ডে কসবা উপজেলা কৃষকলীগের সভাপতি আইয়ূব আলী ভূঁইয়া, ১১নং ওয়ার্ডে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, ১২নং ওয়ার্ডে নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, ১৩নং জেলা আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ, ১৪নং ওয়ার্ডে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল হক এবং ১৫নং ওয়ার্ডে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আউয়াল।
সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডে নাসিরনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য এম.আর.আই. রোকেয়া খানম, ২নং ওয়ার্ডে আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোছাম্মৎ স্বপ্না বেগম, ৩নং ওয়ার্ডে বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাখলু আক্তার, ৪নং ওয়ার্ডে নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নাহার বেগম এবং ৫নং ওয়ার্ডে বাঞ্ছারামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সনি আক্তার।