সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শহরের যানজট নিরসন করা সম্ভব—- পৌর মেয়র নায়ার কবীর
শহরের যানজট নিরসনকল্পে ও জেলা আইনশৃঙ্খলা কমিটি এবং জেলা জানযট নিরসন কমিটির যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মঈনুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মোঃ মজিবুর রহমান ও সারোয়ার হোসেন নিজামী, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, আবুল বাশার, খবির উদ্দিন আহমেদ, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, সালমা আক্তার, মাহমুদ রহমান, পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাউসার আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় পৌর মেয়র নায়ার কবীর বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শহরের যানজট নিরসন করা সম্ভব। আসুন আমরা পৌর নাগরিকদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার লক্ষ্যে এই কাজে সকলে এগিয়ে আসি।