সকলকে নিজ নিজ সাধ্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নে সহযোগিতা করতে হবে::মেয়র মোঃ হেলাল উদ্দিন ।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন মসজিদ, মাদ্রাসা, এতিমখান, কবরস্থান সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান ও সংস্কার সদকায়ে জারিয়া অর্থাৎ মানুষের মৃত্যুর পরও এসব ভালো কাজের সওয়াব পেতে থাকে। তাই এ সকল প্রতিষ্ঠান নির্মান ও সংস্কার এবং দান খয়রাত করা মুসলমানদের পবিত্র দায়িত্ব। তিনি সমাজের সকলকে নিজ নিজ সাধ্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ-সংস্কার ও উন্নয়নে সহযোগিতার আহবান জানান। মেয়র গতকাল সকালে দক্ষিণ পৈরতলা কবরস্থান উন্নয়ন কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় সকলের দোয়া সহযোগিতা কামন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হিরন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ, মোঃ মাহফুজ মেম্বার, সিরাজুল হক, জিয়াউল করিম, মজিবুর রহমান, এসএম আলম, অলি মিয়া, গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন, সুলতান মিয়া, সেলিম রিচি, ওমর ফারুক, মোঃ মামুন, শাহজাহান, সোহেল, মতিউর রহমান মুন্না, মোঃ খায়ের মিয়া, ছগির হোসেন, আলি আহমেদ প্রমুখ।