রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস:: বিনামূল্যে ঠোট কাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্পের উদ্বোধন
বুধবার রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোট কাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রোটাঃ পিপি ডাঃ মোঃ আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির প্লাস্টিক সার্জারী বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডাঃ শরীফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. মুজিবুর রহমান, রোটারী ক্লাব ৩২৮২ এর এসিসষ্ট্যান্ট গর্ভনর রোটাঃ পিপি জসিম উদ্দিন, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পিপি রোটাঃ ইঞ্জিনিয়ার আমানুল্লাহ্ বাহার, আই পিপি রোটাঃ ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, রোটাঃ ডাঃ মনির হোসেন, ক্লাব সেক্রেটারী রোটাঃ হুমায়ুন কবীর, রোটাঃ সাংবাদিক মোঃ শাহজাদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রোটারী ক্লাব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটাঃ আনিছুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০জন ঠোট কাটা ও তালুকাটা রোগীকে অপারেশনের জন্য মনোনীত করা হয় এবং পর্যায় ক্রমে দুইদিন ব্যাপী অপারেশন কার্যক্রম পরিচালিত হবে।