Main Menu

রামরাইলে প্রবাসী আজিম হত্যা মামলার প্রধান আসামী পিংকি ওরফে সানি হিজরা গ্রেপ্তার

+100%-

ccccc
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী আজিম তালুকদার হত্যা মামলার প্রধান আসামী শামীম ওরফে পিংকি ওরফে সানী হিজরা(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার রাতে কসবার মনকসাই এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে সংবাদ দিলে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় প্রেরন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান,এ হত্যা মামলার প্রধান আসামী সানী হিজরাকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।তিনি জানান সানীকে আদালতে সোপর্দ করে জবানবন্দী গ্রহন করা হবে। উল্লেখ্য,গত ২৬ডিসেম্বর ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার রামরাইল গনি মেম্বারের ভাড়া করা বাড়ী সানী হিজরার ঘর থেকে প্রবাসী আজিম তালুকদারের (২৮)লাশ উদ্ধার করা হয়।নিহত আজিম সুলতান পুর দক্ষিনপাড়ার রহিছ তালুকদারের ছেলে। আজিম গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় দুই লাখ টাকা নিযে জেলার আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় সৌদি আরবের ভিসার জন্য বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ২৬ডিসেম্বর শনিবার সকালে আজিমের ফুফু জোবেদাকে সানী হিজরা ফোন করে আজিমের লাশ নিয়ে যেতে বলে।খবর পেয়ে পরিবারের লোকজন সানীর ভাড়া করা বাড়ীতে এসে সানীর ঘরে আজিমের লাশ দেখতে পেয়ে সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে॥ ঘটনার পর নিহত আজিমের ভাই বাছির তালুকদার সানী হিজরাকে প্রধান আসামী করে আরো অজ্ঞাত ৪জনকে আসামী করে সদর মডেল থানায় একটি হত্যা মালা দায়ের করলে পুলিশ সানী হিজরাকে গ্রেপ্তার করলেও বাকী আসামীদের এখনও গ্রেপ্তার করতে পারে নাই। নিহতের স্বজনরা ও এলাকাবাসী দ্রুত বাকী আসামীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবী জানান।