Main Menu

মোকতাদির চৌধুরী এমপি কে জেদ্দায় গন সংবর্ধনা

+100%-

mpsaudiarabডেস্ক ২৪:: তিতাস পাড়ের উন্নয়নের কলাকার ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি , র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সৌদিআরব প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কমিউনিটি ।

জেদ্দাস্থ লিমার ইন্টারন্যাশনাল হোটেলে শুক্রবার রাতে এ নাগরিক সংবর্ধনার অনুষ্ঠিত হয়।নাগরিক সংবর্ধনাকে গিরে ব্রাহ্মণবাড়ীয়া প্রবাসীদের মিলন মেলাই পরিনত হয়।

ইনভেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও আবু নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া সদর- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পকীর্তি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর এমপি , বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সৌদিআরব জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কাউন্সিলর আজিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মঈন উদ্দিন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, আবুল বাশার বুলবুল, রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল এর সভাপতি এমওয়াই আলাউদ্দিন , আবু মোছা আনসারি পিএস , আবুল কালাম আজাদ, কাজী নিয়ামুল বশির ও ইসমাইল হোসেন।

বক্তারা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পেয়ে আনন্দিত ও শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়ীয়ার কিছু দাবি দাওয়া তোলে ধরেন, তিতাস গ্যাস জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে, তাই তিতাস গ্যাসের আয়ের একটি অংশ ব্রাহ্মণবাড়ীয়ার উন্নয়ন, শিল্পায়নে ব্যয় করার দাবী ।ব্রাহ্মণবাড়ীয়া একটি বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার  , ব্রাহ্মণবাড়ীয়া প্রবাসীদের জন্য “প্রবাসী পল্লী আবাসিক প্রকল্প ” ও প্রবাসীরা ছুটিতে দেশে গেলে যে হয়রানির শিকার হই, তাদের পরিবার পরিজন অনিশ্চয়তায় দিন কাটায়, আইন শৃঙ্খলার কতৃপক্ষের বিশেষ নজরদারি জোর দাবী জানান ও আরো নানান দাবী তুলে ধরেন ।

সংবর্ধিত অথিতি তার বক্তব্যে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে বদ্ধ পরিকর, সংবর্ধনার জবাবে মোকতাদির চৌধুরি এম.পি বলেন, ‘ আপনাদের  উপস্হিতি দেখে আমি আপ্লুত। আমি শুধু বলতে চাই যে, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি। ব্রাহ্মণবাড়িয়ার মাটি ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত, ব্যারিস্টার এ. আর রসুলের মাটি। তাঁদের সময়ের ঐতিহ্য আমি ফিরিয়ে আনতে চাই। সেজন্য কাজ করছি।আপনাদের দাবী দাওয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব এবং এই দাবী দাওয়া শুধু আপনাদের নয় আমার ও দাবী ।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসার প্রাপ্তি ছাড়া আমি আর কিছু চাই না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বাসীর খেদমত করতে চাই। মোকতাদির চৌধুরী তাকে সংবর্ধনা প্রদান করার জন্য প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার সকল কে ধন্যবাদ জানান। তিনি বঙ্গবন্ধুর ও জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গঠনে সকল কে একযোগে কাজ করার আহবান জানান।

অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, কায়ুম চৌধুরী, ইসতিয়াক আহমেদ দুলাল ,ইলিয়াছ ভূইঞা, হানিস সরকার উজ্জল, আজিম উদ্দিন খান লিটন, সাজিদুল ইসলাম , মোহাম্মদ সুমন মিয়া, রাসেল মিয়া সহ প্রমুখ ।






Shares