মুক্তিযোদ্ধা ও শিক্ষক আবদুল আউয়াল আর নেই
ডেস্ক ২৪::ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়র আল মামুনের পিতা মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক মো. আবদুল আউয়াল আর নেই। গত শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চরশোলাকিয়া এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে শাহরিয়ার আল মামুন জানান, দীর্ঘদিন ধরে তার বাবা আবদুল আউয়াল বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বাদ জোহর জানাযার নামাজ শেষে শোলাকিয়া নূরানী মাদ্রসার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, আবদুল আউয়াল ১৯৪৫ সালে ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার লামকাইন গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্থায়ীভাবে কিশোরগঞ্জ চলে আসেন। আবদুল আউয়াল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া গত ৪২ বছর ধরে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।