মাছিহাতার পীরজাদা সৈয়দ ওমর ফারুকের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন মাছিহাতা ইউনিয়নের অন্তর্ভুক্ত মাছিহাতা পীরবাড়ির পীরজাদা এবং প্রখ্যাত আওলিয়া নাছির উদ্দিন সিপাহসালাহ এর ওয়ারিশ সুনামধন্য আলেম সৈয়দ ওমর ফারুক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনী জনিত সমস্যায় রাজধানী ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে এবং বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী রেখে গেছেন। এদিন বিকেলে বাদ আছর রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে বাদ জুম্মা মাছিহাতা পীরবাড়ি দরবার শরীফ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আটলা গ্রামস্থ পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হবে। পীরজাদা সৈয়দ ওমর ফারুকের সকল ভক্তবৃন্দকে তাঁর জানাজা ও দাফনে অংশ নিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য ভক্ত মোঃ আবদুল কাদির অনুরোধ জানিয়েছেন ।