“মুক্তিযযোদ্ধার দাবিদার” সকলের কাগজপত্র যাচাই- বাছাইয়ের সিদ্ধান্ত
ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করা হবে —– উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধা দাবীদার সন্দেহভাজন কিংবা ভূয়া হিসাবে অভিযুক্ত সকল মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই- বাছাই করে যারা ভূয়া মুক্তিযোদ্ধা হিসাবে চিহ্নিত হবেন, তাদের সকলকে বিচারের জন্য আইনের আদালতে সোপর্দ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই কমিটির সভায় স্বাধীনতার ত্রিশ বছর পর অর্থাৎ ২০০১ সালের মুক্তিযোদ্ধা হিসাবে দাবিদার, গেজেটভুক্ত কিংবা সনদপ্রাপ্ত সকলের এবং এতোপূর্বে তালিকাভুক্ত ভূয়া হিসাবে অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই- বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ জাতীয় দাবীদার ও অভিযুক্ত সদর উপজেলা উপজেলাধীন সকল মুক্তিযোদ্ধাদেরকে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে “মুক্তিযোদ্ধা প্রমানিক তথ্য বিবরণী ফরম” সংগ্রহ করে তা পূরণপূর্বক সকল তথ্য প্রমাণের কপিসহ আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখের মধ্যে সভাপতি মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই কমিটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিকট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল ২ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে যাচাই- বাছাই কমিটির উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এসব কথা বলেন।
যাচাই- বাছাই কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, সমাজসেবা বিভাগের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।