ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস উদযাপিত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম দিবসের প্রথম প্রহরে শহরের ফারুকী পার্কের স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক কর্তৃক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীর চর্চা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
« সরাইলে সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক, ভাংচুর লুটপাট, সম্ভ্রমহানির আশংকায় এলাকা ছেড়েছেন যুবতীরা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আদালতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম »