Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ২২ জন শনাক্ত, আক্রান্তের সংখ্যা ৩৪শ ছাড়াল

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১৬ জনসহ জেলায় ২২ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৪০৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ২৮৪৮ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। সর্বশেষ জেলায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

সোমবারের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ১৬২ টি রিপোর্টে নতুন আরও ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬ জন, কসবা উপজেলায় ০২ জন, আখাউড়া উপজেলায় ০২ জন, নবীনগর উপজেলায় ০১ জন ও বিজয়নগর উপজেলায় ০১ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।।

সর্বশেষ জেলায় ৩৪০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৪৬৯ জন, আখাউড়া উপজেলায় ২৪৯ জন, বিজয়নগর উপজেলায় ৯৭ জন, নাসিরনগর উপজেলায় ১১৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২০৯ জন, নবীনগর উপজেলায় ৪৭০ জন, সরাইল উপজেলায় ১৭২ জন, আশুগঞ্জ উপজেলায় ২৯৬ জন ও কসবা উপজেলায় ৩২৪ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ২৮৪৮ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১১৭৮ জন, আখাউড়া উপজেলায় ২০২ জন, বিজয়নগর উপজেলায় ৮৪ জন, নাসিরনগর উপজেলায় ১১৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৭৭ জন, নবীনগর উপজেলায় ৪২৮ জন, সরাইল উপজেলায় ১২৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৫৬ জন ও কসবা উপজেলায় ২৮১ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮১৬৮৪ জন। এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৬৭৫৯৫ জন।






Shares