Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার বিয়াল্লিশ শহরে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

+100%-

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় (১৬) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে কুমিল্লা – সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়াল্লিশ শহরের মল্লিকা সিএনজি পাম্পের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, দুপুরের দিকে উপজেলার বিয়াল্লিশহর এলাকার মল্লিকা সিনএনজি পাশে একটি পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি অারো জানান, ছেলেটি শনিবার সারাদিন ঐ এলাকায় ঘুরাফেরা করছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে ভবঘুরে হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।