Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী মেয়রের শপথ গ্রহণ

+100%-

rsz_dsc_0213-1
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র মিসেস নায়ার কবির। রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নায়ার কবিরকে শপথ বাক্য পাঠ করান কমিশনার মো. রুহুল আমিন।
নায়ার কবির ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব-নির্বাচিত সাধারণ ওয়ার্ডের ১২ জন ও সংরক্ষিত ওয়ার্ডের চারজন নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের
সহকারী কমিশনার (উন্নয়ন) সাব্বির আহমেদসহ ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লাহ্ ধানের শীষ প্রতীক নিয়ে সাত হাজার ৩২৮ ভোট পান।






Shares