Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সিজেএম আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন

+100%-

magestryআদালত প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ, ম্যাজিস্ট্রেট ও ডাক্তারগন বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সমন্বয় ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন মামলা এফ আই করা, জামিন দেওয়া না দেওয়া সকল কিছুই আইনের আওতার মধ্যে থেকে করিতেছি এবং এমনকি ভবিষ্যতেও করবো সেটা পুলিশ বাহিনীসহ আমরা যারা আদালতে কাজ করছি গুরুত্ব সহকারে স্মরণ রাখতে হবে।

গতকাল শনিবার ১২ মার্চ বিকাল ৩ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল এসব কথা বলেন।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার এর সঞ্চালনায় তিনি আরো বলেন নারী ও শিশু নির্যাতন রোধে পুলিশ বাহিনীসহ আইন শৃংখলা রক্ষাকারীবাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাঃ হাসিনা আকতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সানজিদা আফরিন দিবা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, র‌্যাব ভৈরব ক্যাম্প অধিনায়ক প্রতিনিধি এ,এসপি রেজা সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্ট পিপি (ভারপ্রাপ্ত) এডঃ নুর মোহাম্মদ জামাল, অতিরিক্ত পিপি নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ এ,কে এম হুমায়ূন কবির, জেলার আঃ বারেক, ১২নং ব্যাটালিয়নের প্রতিনিধি, পুলিশের কোর্ট পরিদর্শক মোঃ মাহাবুব এবং জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগন এবং চীফ জুডিডিসয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মোঃ জিয়াউল আমিন, গীতা পাঠ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সুমন ময় চৌধুরী।






Shares