ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, ২৩ টিকেটসহ কালোবাজারি রুবেল আটক, ৬ মাসের জেল
বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৩টি আসনযুক্ত টিকেটসহ কালোবাজারীকে রুবেল মিয়াকে আটক করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। রুবেল শহরের উত্তর মোড়াইলের নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবদের ভিত্তিতে টিকিট কালোবাজারি চক্রকে ধরতে ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ, বি, এম মশিউজ্জামান’গণের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ রুবেলকে বিভিন্ন রুটের ২৩টি টিকেটসহ গ্রফতার করা হয়। কালোবাজারে টিকিট বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ, বি, এম মশিউজ্জামান তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।