Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের আয়োজনে গতকাল ৪ এপ্রিল, বৃহস্পতিবার বাদ আছর পূর্ব মেড্ডা মসজিদে নূর এ দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুর রৌফ এর পরিচালনায় আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উপদেষ্টা এড. মাহবুবুল আলম খোকন। মাহফিলে আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের, জেলা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টুর বড় ভাই মরহুম মোঃ মাসুম মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ নেতা আরমান উদ্দিন পলাশসহ সকলের সুস্থতা কামনা করে পেশ ইমাম মোনাজাত করেন।

পরে পৌর কলেজ গেইট সংলগ্ন আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের সড়কের স্মৃতি ফলকে জেলা উন্নয়ন পরিষদের মোঃ আহসানউল্লাহ্ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবন আলোচনা করেন পরিষদের সিনিয়র সহ- সভাপতি তফাজ্জল হোসেন জীবন, সহ সভাপতি মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, যুগ্ম সম্পাদক বাবুল চৌধুরী, শাহ আলম ভূইয়া, কোষাধ্যক্ষ জাকিরুল হক জাকির, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি শাহাবুর হোসেন খান অপু, মরহুমের পরিবারের পক্ষে মোঃ জামাল হোসেন, আলহাজ্ব সুমন, শফিকুল ইসলাম, মোঃ বাদল মিয়া, এইচ এম আবুল খায়ের, জয়নাল আবেদীন মালদার, মোঃ নাঈমউদ্দিন ভূইয়া, আনিছুর রহমান, মোঃ তূষার, আব্দুল শুক্কুর রেজভি, মোঃ কাজী দেলোয়ার হোসেন, রাজিবুল হাসান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ জাকারিয়া। পরে নেতৃবৃন্দ পূর্ব পাইকপাড়ায় আরমান উদ্দিন পলাশের বাসভবনে গিয়ে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাঁর শারীরিক অবস্থার খোজ- খবর নেন। (প্রেস বিজ্ঞপ্তি)